মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ
![মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ](https://www.asiansomoy.com/uploads/images/202311/image_870x_655c2a89303eb.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮ টার দিকে একটি মোটর সাইকেলে করে দুজন আরোহী এ ঘটনা ঘটায়মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, আজ সকালে একটি মোটর সাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে।
একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।দিদার জানান, ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটর সাইকেল অবস্থান করতে দেখেন।
মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে চলে যায়। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা আব্বাস। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
What's Your Reaction?
![like](https://www.asiansomoy.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.asiansomoy.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.asiansomoy.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.asiansomoy.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.asiansomoy.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.asiansomoy.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.asiansomoy.com/assets/img/reactions/wow.png)