ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ১৭ মে শুক্রবার সারাদেশে বিক্ষোভ

May 16, 2024 - 15:55
 0
ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ১৭ মে শুক্রবার সারাদেশে বিক্ষোভ

ফিলিস্তনে অব্যাহত ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামিকাল ১৭ মে শুক্রবার সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে।

 ইতিমধ্যে সারাদেশের জেলা ও মহানগর শাখাগুলো প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য যে, গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথির বক্তব্য শেষে এ কর্মসূচি ঘোষণা দেন। এছাড়াও আগামি ৩১ মে দলের আমীর পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে আগামি ১৭ মে, শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। বর্বর ইসরাইল চাপিয়ে দেওয়া একটি জারজ রাষ্ট্র। তিনি বলেন, ইসরাইলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। এটা ঈমানদার জনতার প্রাণের দাবি। ইহুদিদের অর্থনীতি আঘাত না করলে এরা থামবে না।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow