কিরগিজস্তানে সহিংসতার শিকার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থী: নিরাপত্তাহীনতার করুণ চিত্র

শনিবার কিরগিজস্তানে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী এই তথ্য জানিয়েছেন। মধ্য এশিয়ার এই দেশে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে। বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও সমন্বয় করছে।
বাংলাদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, ১৩ মে বিশকেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিসরীয় শিক্ষার্থীদের সংঘর্ষের পর ১৬ মে রাত থেকে বিদেশিদের ওপর আক্রমণ শুরু হয়। বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে এবং শহরে বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর করা হয়েছে। এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে ঢুকে পড়েছে তারা। অভিযোগ উঠেছে, দেশটিতে পড়তে যাওয়া নারীদেরও নির্যাতন করা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বিশকেকের রয়েল মেট্রোপলিটন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কক্ষের বাইরে যেতে নিষেধ করেছে। সহিংসতা হঠাৎই শুরু হওয়ায় সবাই নিজ কক্ষে ফিরতে পারেনি। তিনি বলেন, ‘প্রায় দুই দিন হলো না খেয়ে আছি। শুক্রবার সন্ধ্যা থেকে আত্মগোপনে রয়েছি। স্থানীয় গণমাধ্যমে পরিস্থিতি শান্ত হওয়ার খবর প্রচার হলেও হামলার খবর পাচ্ছি।’
কিরগিজস্তানের স্টেট মেডিকেল একাডেমির শিক্ষার্থী সায়মা কবির বলেন, সংঘর্ষের পর থেকেই বিদেশি শিক্ষার্থী ও শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে। তিনি জানান, ‘আমরা নিরাপত্তার জন্য সহায়তা চাই। ছাত্রাবাসও নিরাপদ নয়। ক্ষুব্ধ স্থানীয়রা ছাত্রাবাসের বাইরে অবস্থান করছে।’
বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন দেশের শিক্ষার্থীরা গ্রুপ করে রুমে লুকিয়ে আছেন। এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে, একজন রাস্তায় পড়ে আছেন। স্থানীয় লোকজন ২০-২৫টি গাড়িতে করে শহরে টহল দিচ্ছেন। বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। এতে বাংলাদেশি শ্রমিকসহ শিক্ষার্থীরাও আহত হয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের কাছে কিরগিজস্তানে কতজন বাংলাদেশি আছেন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই। দূতাবাসের ধারণা, ৬০০ থেকে ৮০০ শিক্ষার্থী ও হাজারখানেক শ্রমিক কিরগিজস্তানে আছেন।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল বলেন, কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বাংলাদেশির আহত বা নিহত হওয়ার তথ্য নেই। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশি শিক্ষার্থীদের বাসা থেকে বের না হতে বলা হয়েছে। তবে পুনরায় সহিংসতার আশঙ্কা রয়েছে।’
রাষ্ট্রদূত জানান, শিক্ষার্থীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখা হচ্ছে। শিক্ষার্থীরাও সরাসরি ফোন করছেন। সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি নম্বর চালু রয়েছে।
এশিয়ান সময়: নিউজ... May 22, 2024 0 1.8k
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের য...
বিশেষ প্রতিনিধি: Mar 9, 2025 0 2.6k
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহত...
এশিয়ান সময়: ডেস্ক Oct 22, 2024 0 2.8k
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বি...
মোঃ সানাউল্লাহ: নি... Sep 11, 2024 0 1.9k
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের দুইটি আদেশ বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যাদে...
এশিয়ান সময়: ডেস্ক May 22, 2024 0 1.7k
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, দুর্নীতির অ...
এশিয়ান সময়: ডেস্ক Aug 17, 2025 0 3.1k
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু ...
মোঃ সানাউল্লাহ: নি... Oct 6, 2025 0 1.1k
মোঃ সানাউল্লাহ: নি... Sep 14, 2025 0 1.9k
Mahin Meherab Aunik Sep 8, 2025 0 17.7k
মোঃ সানাউল্লাহ: নি... Aug 31, 2025 0 25.2k
মোঃ সানাউল্লাহ: নি... Aug 30, 2025 0 25.4k
নুরতাজুল ইসলাম (নড়... Aug 31, 2025 0 28.1k
মোঃ সানাউল্লাহ: নি... Aug 30, 2025 0 25.4k
মোঃ সানাউল্লাহ: নি... Aug 30, 2025 0 17k
এম.মোরছালিন : স্টা... Sep 1, 2023 0 9.5k
আইনি পরামর্শ: এসআই... May 28, 2024 0 8.6k
Total Vote: 5
আমি মনে করি প্রয়োজন
Total Vote: 5
বিএনপি
Total Vote: 5
আমি একমত