বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান: মাওলানা আহমদ আবদুল কাইূম

May 22, 2024 - 19:12
 0  53
বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান: মাওলানা আহমদ আবদুল কাইূম
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

মাওলানা আহমদ আবদুল কাইূম বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এবং ইসরাইলের নারকীয় অত্যাচারের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় বিশাল গণমিছিলের আয়োজন করা হচ্ছে।

ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইূম বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদের ন্যায্য অধিকার এবং বর্বর ইসরাইল তাদের ওপর অবিচার করছে। জায়নবাদী ইসরাইল গত ৭ মাসে প্রায় ৪০ হাজার নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গু করেছে। এদেরকে যারা মদদ দেয় তারাও মানবতার দুশমন। তিনি ঈঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে ইসরাইলকে মদদ দেওয়ার মাধ্যমে অশান্তির আগুন জ্বালিয়ে রাখার জন্য দায়ী করেন।

আজ রাতে হাজারীবাগস্থ একটি মাদরাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা শাখার দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী ইবরাহীম খলিল।

নেতৃবৃন্দ আগামী ৩১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে দলের আমীর পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিল সফল করার আহ্বান জানান।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow