আনারের মৃত্যুর পরই ভারতে চিকিৎসাধীন অবস্থায় মানু মজুমদারের মৃত্যু

May 22, 2024 - 23:59
 0
আনারের মৃত্যুর পরই ভারতে চিকিৎসাধীন অবস্থায় মানু মজুমদারের মৃত্যু
আনারের মৃত্যুর পরই ভারতে চিকিৎসাধীন অবস্থায় মানু মজুমদারের মৃত্যু

ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি মানু মজুমদারের মৃত্যু, এমপি আনারের মৃত্যুর পর আরও একটি দুঃসংবাদ।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে আলোড়ন চলছে, ঠিক সেই মুহূর্তে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের মৃত্যু সংবাদ পাওয়া গেল। এমপি আনারও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মানু মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (২২ মে) মরদেহ দেশে আনা ও পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা। এ লক্ষ্যে বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

গত শনিবার স্ট্রোক করার পর মানু মজুমদারকে দেশের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতের বেলায় তার মৃত্যু হয় বলে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন নিশ্চিত করেছেন।

মানু মজুমদার স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার দুই মেয়ে যথাক্রমে কানাডা ও পর্তুগালে পড়াশোনা করছেন। মেয়েরা দেশে এলে সৎকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বর্ষীয়ান এই নেতার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে হলেও তার শ্বশুরবাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা এলাকায়। প্রায় এক দশক আগে তিনি কলমাকান্দার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় বাড়ি নির্মাণ করে সেখানে ও ঢাকায় বসবাস করতেন। উল্লেখ্য, ওই আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ছবি বিশ্বাস তার স্ত্রীর বড় ভাই।

মানু মজুমদার ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেফতার হয়েছিলেন। তৎকালীন সামরিক আদালতের বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়, তবে ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে মুক্তি পান তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow