১৮ কেজি চা পাতার বস্তায় ৮ কেজি গাঁজা; নারী মাদক ব্যবসায়ী আটক

Jul 14, 2024 - 00:21
 0
১৮ কেজি চা পাতার বস্তায় ৮ কেজি গাঁজা; নারী মাদক ব্যবসায়ী আটক

বরগুনায় আট কেজি গাঁজাসহ কাকলি আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা সদর থানা পুলিশ। বরগুনা সদর থানাধীন ক্রোক এলাকা হতে শনিবার রাত ৮ ঘটিকার সময় ওই নারী মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করা হয়।

বরগুনা সদর থানা পুলিশ একপ্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। 

টানা ১২ ঘন্টা অভিযানের পর শনিবার (১৩ জুলাই) রাত অনুমান ৮ ঘটিকার সময় ওই মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয় পুলিশ।

‘‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি” এই স্লোগানকে ধারন করে পুলিশ, যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করায় বদ্ধ পরিকর। নবাগত পুলিশ সুপার বরগুনা জনাব মো. রাফিউল আলম পিপিএম-সেবা এর নির্দেশনায় মাদক নির্মুলে বিশেষ অভিযান চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম জানান, পুলিশ সুপারের নির্দেশক্রমে আমার এবং সদর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় বরগুনা সদর থানার একটি চৌকস আভিযানিক দল এসআই মোঃ সোহেল রানা ও এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন বরগুনা-নিশানবাড়িয়া রুটে ক্রোক স্লুইজ এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামী মোসা: কাকলী আক্তার (৩২), স্বামী: বেল্লাল বয়াতি, পিতা- মোঃ শাহ আলম, মাতা: মোসা: হনুফা বেগম, সাং- মাইঠা, থানা-বরগুনা সদর, জেলা- বরগুনা'কে আটক করে। ধৃত আসামীর কাছ থেকে ৮ কেজি গাঁজা যার অবৈধ বাজার মূল্য অনুমান ৪(চার) লক্ষ টাকা এবং একটি বাটন মোবাইল ও ৫০ প্যাকেট চা পাতা উদ্ধার করে জব্দ করা হয়। 

থানাসূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন মাদক কারবারী চক্রের সদস্য বলে স্বীকার করে। আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow