ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের

১৯ আগস্ট, ২০২৩ - রাত ১১:০৫
 0  736
ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে। 

শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে  ডেঙ্গু  প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দলটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির এ কর্মসূচির আয়োজন করে।

কাদের বলেন, “বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ শুধু কর্মসূচি পালন করে না। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। ডেঙ্গু বিরোধী অভিযান আরও জোরদার করা উচিত, এ ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. প্রাণ গোপাল। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।