কয়রায় ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Oct 20, 2024 - 22:02
 0  251
কয়রায় ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ২  মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,  ১৯ অক্টোবর (শনিবার) রাত ১০ টার দিকে উপজেলার ২নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজা,মোবাইল ও মোটরসাইকেল সহ আটক করা হয়।


আটককৃতরা হলেন, ৪ নং কয়রা গ্রামের বেলায়েত ঢালীর ছেলে আবু ইউছুফ ঢালী (৪৫) ও ২ নং কয়রা গ্রামের আব্দুল হক সানার ছেলে সাদিকুর রহমান (৩৮)। কয়রা যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এম ইয়াকুব আলী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের গাঁজা আটকের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।


কয়রা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) শাহ আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ২ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow