সুন্দরবনের জলদস্যু বাহিনী আবারও সক্রিয়, জেলে জিম্মি করে মুক্তিপন আদায়

Dec 8, 2024 - 21:03
 0
সুন্দরবনের জলদস্যু বাহিনী আবারও সক্রিয়, জেলে জিম্মি করে মুক্তিপন আদায়

খুলনা জেলার সুন্দরবন উপকূলীয়  উপজেলা কয়রা। এ উপজেলার  একটি  বৃহৎ অংশ সুন্দরবনের গা ঘেষা গ্রাম। এ উপজেলায়  ২ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে।  এখানকার মানুষ জীবন জীবিকার তাগিদে  অনেকেই সুন্দরবনের উপর নির্ভরশীল। মাছ ধরা, মধু আহরণ, গোলপাতা  আহরণ সহ নানা ধরনের সুন্দরবন ভিত্তিক পেশার সাথে জড়িত। বিগত  এক যুগেরও বেশি সময় সুন্দরবনে  বনদস্যুদের উৎপাত কম ছিল। ইদানিং  সুন্দরবনে  আবারো  বনদস্যুদের উৎপাত বেড়েছে। মাছ ধরতে যাওয়া জেলে বাওয়ালিদের  জিম্মি করে আবার টাকা নেওয়ার কথা শোনা যাচ্ছে।

সূত্রে জানা গেছে, সুন্দরবনের মার্কি, আড়ুয়া শিবসা, আদাচাই, পাতকোষ্ট, ভোমরখালী, হংসরাজ, গেওয়া খালি সহ খুলনা রেঞ্জের  অধিকাংশ জায়গায় জলদস্যুদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে।  মাছ ধরতে যাওয়া জেলেরা  আতঙ্কের মধ্যে দিয়ে তাদের দিন পার করছে।

কয়রা সদর ইউনিয়নের দুই নম্বর কয়রা গ্রামের বাসিন্দা জেলে শাহাদাত হোসেন বলেন,  দুই গোন আগে আমি সহ আরো দুইজন  মাছ মারতে শিবশার বাওনে যাই  আমাদের নৌকা থেকে ডাকাতরা একজন লোক উঠিয়ে নেয় আমি বাড়ি থেকে  বিশ হাজার টাকা  নিয়ে তাকে ছাড়িয়ে আনি। ওদের আঞ্চলিক ভাষার  কথায় আমার কাছে মনে হয়েছে  ওদের বাড়ি রামপাল হবে। এরপর আর সুন্দরবনে মাছ মারতে যায়নি। আমি এখন অন্য কাজ করে সংসার চালাচ্ছি। তাছাড়া ইদানিং  আমাদের কয়রা এলাকায়  অনেক অপরিচিত মানুষের ঘোরাঘুরি দেখা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক  কয়রা মহেশ্বরীপুর এলাকার, চার নম্বর পাঁচ নম্বর কয়রা অনেক জেলে বাউলিরা  সুন্দরবনের নতুন করে ডাকাতি শুরু হওয়ার কথা নিশ্চিত করেছে। ইতিমধ্যে  কয়রা এলাকার অনেক জেলে বাওয়ালিদের  কাছে বনদস্যুরা সরাসরি বলেছে সুন্দরবনের মাছ মারতে গেলে  আমাদেরকে টাকা দিতে হবে।

এলাকাবাসীর দাবি , দীর্ঘদিন  এই এলাকার জেলে বাওয়ালিরা  নিশ্চিন্তে  সুন্দরবনের মাছ,কাঁকড়া, মধু ও গোলপাতা  আহরণ করত।  নতুন করে সুন্দরবনে  ডাকাতির তৎপরতা বাড়ায় খুবই আতঙ্কের মধ্যে দিয়ে সুন্দরবনে তাদের  সময় পার  করতে হচ্ছে ।

 এ ব্যাপারে  স্থানীয় কোন মহালের  সহযোগিতা আছে কিনা সেটি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। তাছাড়া জেলে বাউলিরা যাতে পূর্বের ন্যায়  নিশ্চিন্তে সুন্দরবনে মাছ কাকড়া ধরতে পারে সেজন্য প্রশাসনের নিকট  তার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow