‘আমি এই খুশি কিছুতেই যেনো ধরে রাখতে পারছি না’

Aug 20, 2023 - 21:33
 0
‘আমি এই খুশি  কিছুতেই  যেনো ধরে রাখতে পারছি না’
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে ছেলেকে নিয়ে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে ছেলেকে নিয়ে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। অভিনয়ে এখন আর দেখা যায় না তাকে। তবে অভিনয়ের অধ্যায়টা খুব বেশি মিস করেন এই চিত্রনায়িকা। যার প্রমাণ মেলে তার ফেসবুকে।

শোবিজের কেউ অস্ট্রেলিয়ায় গেলে, তার সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে ওঠেন শাবনূর। এই তো গেল মার্চে, শাবনূর আর পূর্ণিমাকে দেখা গেছে এক ফ্রেমে।  বেশ কিছু সময় তারা কাটিয়েছেন একসঙ্গে।

 এবার এই নায়িকার সঙ্গে দেখা হলো খ্যাতিমান কণ্ঠশিল্পী কনকচাঁপার।সম্প্রতি অস্ট্রেলিয়ায় গেছেন গুণী শিল্পী কনকচাঁপা। সেই সুবাদেই শাবনূরের বাসায় অতিথি হয়েছেন তিনি। আড্ডা দিয়েছেন প্রাণ খুলে। আনন্দঘন সেই মুহূর্তের কিছু অংশ ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন শাবনূর। আজ রোববার সকালে ফেসবুক লাইভে এসে শাবনূর জানান, তিনি অনেক খুশি। যা ধরে রাখতে পারছেন না তিনি।

শাবনূরের কথায়, ‘আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছরে পরে দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকতেও তার সঙ্গে দেখা হয় না, সে অনেক ব্যস্ত। এখানে অস্ট্রেলিয়া এসে অবশেষে দেখা হয়ে গেল।’

এসময় কনকচাঁপা জানালেন, তিনি নিজেও আনন্দে আপ্লুত। তার ভাষ্য, ‘আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা হয়। কিন্তু দেখা গেছে, আমি যখন অস্ট্রেলিয়ায় এলাম, তখন শাবনূর বাংলাদেশে। তো এবার অবশেষে সিনক্রোনাইজ হয়েই গেল।

শাবনূর যতটা আনন্দিত, উত্তেজিত, আমারও ঠিক একই অবস্থা। আমার প্লেব্যাকের ৪০ বছরের ক্যারিয়ারে ৩৫টা বছর শাবনূরের সঙ্গে কাজ করেছি। আমাদের দু’জনকে বলা যায়, দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে। এর ক্রেডিট অবশ্য আমি শাবনূরকেই দিতে চাই।’

উল্লেখ্য, শাবনূরের ঠোঁটে কনকচাঁপার জনপ্রিয় গানগুলোর তালিকায় আছে- ‘এক দিকে পৃথিবী’, ‘প্রেমের তাজমহল’, ‘তোমাকে চাই, শুধু তোমাকে চাই’, ‘সাগরের মতোই গভীর’, ‘এক দিন তোমাকে না দেখলে’, ‘আমার হৃদয় একটা আয়না’, ‘এমন একটা দিন নাই’ ইত্যাদি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow