অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু, ফোনসহ নিখোঁজ প্রেমিক

Nov 2, 2023 - 18:55
 0  59
অভিনেত্রী হুমায়রা হিমুর  রহস্যজনক মৃত্যু, ফোনসহ নিখোঁজ প্রেমিক

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, হুমায়রা হিমু মারা গেছেন। রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তার লাশ আছে। যে ছেলেটি তাকে হাসপাতালে নিয়ে গেছে সে এখন পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে।

জানা গেছে, অভিনেত্রী হুমায়রা হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটির নাম মিহির এবং তার প্রেমিক। অভিনেত্রীর মৃত্যর পরেই সে হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ। এ প্রসঙ্গে জানতে চাইলে আহসান হাবিব নাসিম আরও বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

হাসপাতালে আমাদের লোক আছে, পুলিশও আছে। তারা ছেলেটিকে আটক করার পর আসল সত্য জানা যাবে।নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু ‘আমার বন্ধু রাশেদ’ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

 তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মুর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow