বাংলাদেশের সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত

Aug 21, 2023 - 22:55
 0  175
বাংলাদেশের সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত

সাইবার ঝুঁকি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। এ লক্ষ্যে উভয় দেশ যৌথভাবে সাইবার ড্রিল এবং সক্ষমতা উন্নয়নের কর্মশালা করতে ঐক্যমত পোষণ করেছে।

সোমবার (২১ আগস্ট) ভারতের নয়া দিল্লিতে সার্ট ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সার্ট ইন্ডিয়া) মহাপরিচালক ড. সঞ্জয় বাহলের দ্বিপাক্ষিক বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

দ্বিপাক্ষিক বৈঠকে আধার সিস্টেমের কারিগরি ও ব্যবস্থাপনার মাধ্যমে ভারতীয় নাগরিকরা, নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে তা তুলে ধরা হয়।

এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশের এনআইডি সিস্টেমকে আরও ভবিষ্যতমুখী এবং অধিকতর ভ্যালু অ্যাডেড সল্যুশন অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশের সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত

২৬ এপ্রিল ২০২২ এর ফটো: নিজেদের সুরক্ষিত সাইবার নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স (আইঅ্যান্ডই) ও সাইবার নিরাপত্তার সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভারতের দিল্লিতে বাংলাদেশের আইসিটি বিভাগ ও ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের (এমইআইটি) মধ্যে দুটি বর্ধিত সমঝোতা চুক্তি হয়েছিল! 

সাইবার সুরক্ষায় বাংলাদেশ-ভারত চুক্তি

  1. ১৫ আগস্টের সাইবার হামলা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি : প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
  2. ভারতীয় হ্যাকারের দখলে বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow