বরগুনায় 'কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান' বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ আগস্ট, ২০২৫ - সকাল ১০:৫২
 0  1.2k
বরগুনায় 'কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান' বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনা জেলার "কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান" বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট ২০২৫ ইং রোজ রবিবার বিকাল ০২ ঘটিকার সময় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা জেলার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রথীন্দ্র নাথ বিশ্বাস, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি। মতবিনিময়ের সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান,সকল উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি উপ প্রকৌশলী গন এবং মিডিয়ার সদস্যবৃন্দ। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি হাফিজুর রহমান। বক্তব্যেকালে তিনি কর্নেল হারুনুর রশিদ খানের পরিচিতি উপস্থাপন করেন এবং বরগুনা জেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। 

মতবিনিময় সভায় বক্তৃতা কালে অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান বলেন, বরগুনা জেলায় অধিকাংশ কৃষক রয়েছে। এ জেলার বড় একটা আর্থিক খাত কৃষি। কৃষি খাতকে আরো এগিয়ে নিয়ে যেতে নানা পদক্ষেপ গ্রহণের জন্য কৃষি বিভাগকে অনুরোধ করেন। এই খাতে তিনি ব্যক্তিগতভাবে অবদান রাখবেন বলেও জানান তিনি।