চলমান কর্মবিরতির পাশাপাশি বুধবার নড়াইলে সমাবেশের ডাক শিক্ষক কর্মচারীদের

১৪ অক্টোবর, ২০২৫ - রাত ১২:১২
 0  518
চলমান কর্মবিরতির পাশাপাশি বুধবার নড়াইলে সমাবেশের ডাক শিক্ষক কর্মচারীদের

২০ ভাগ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে চলমান কর্মবিরতির পাশাপাশি আগামী ১৫ অক্টোবর বুধবার নড়াইলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়েছে।

একই সাথে প্রতিদিন ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আজ সোমবার নড়াইল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ সভাপতিত্বে প্রধান শিক্ষক ফোরানের সাধারন সম্পাদক ও চলমান আন্দোলনের জেলা সমন্বয়ক মোঃ সাখাওয়াত হোসেনের স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সারা দেশের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা হয়। একই সাথে আগামী ১৫ অক্টোবর সকাল ১০ টায় নড়াইল শহরের পুরাতন টার্মিনালের স্বাধীনতা চত্বরে সমাবেশের আয়োজন হয়েছে। জেলা সমন্বয়ক মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, বেসরকারি শিক্ষকদের শতকরা ২০ ভাগ বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে সারাদেশের ন্যায় নড়াইলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মবিরতি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পযন্ত আন্দোলন চলতে থাকবে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ জানান,সভায় চলমান আন্দোলন সঠিকভাবে পরিচালনা করার জন্য চার সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এম ফরহাদ জগলুল, বরাশুলা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ নাছির উদ্দিন, গোবরা পার্বতীবিদ্যা পীঠের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ এবং রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন। সভায় কলেজ শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ এ এম ফরহাদ জগলুল, অধ্যক্ষ এস এম সাঈদুর রহমান, অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান, অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ মুহাম্মাদ নাছির উদ্দিন, অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, সুপার মোঃ আমিনুর রহমান, সুপার কে এম আফছার উদ্দিন, মাধ্যমিক শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদ, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক নুরুল হক, মেজবা উদ্দিন, ইন্দ্রজিৎ মন্ডল ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ,সহকারি অধ্যাপক মাহবুবুর রশিদ লাবলুকে অন্তভূক্ত করে একটি কমিটি গঠন করা হয়। সভায় নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক মন্ডলী অংশগ্রহন করেন।