যখন সূত্র থেমে যায়:(ধর্ম, বিজ্ঞান ও চূড়ান্ত বাস্তবতা)
অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু লিখব। ধর্ম, স্রষ্টা, দর্শন ও বিজ্ঞানকে ঘিরে আমার নিজের উপলব্ধি, প্রশ্ন, যুক্তি এবং দীর্ঘদিনের চিন্তনপ্রক্রিয়ার ফলাফল তুলে ধরব। এই চিন্তার যাত্রা হঠাৎ শুরু হয়নি; এটি গড়ে উঠেছে দীর্ঘ অধ্যয়ন, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও আত্মসমালোচনার মধ্য দিয়ে যে শেখার প্রক্রিয়া এখনো চলমান, আজীবন চলবে, হয়তো জীবন পরবর্তী অস্তিত্বেও। যুক্তি, বিশ্বাস এবং আমার নিজস্বভাবে বিকশিত কিছু ধারণার সমন্বয়ে আমি এখানে একটি আলোচনা শুরু করছি। এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি বৌদ্ধিক অনুসন্ধান। বিষয়টি বহুদিনের বিতর্কিত তবুও আমি বিশ্বাস করি, অন্তত একবার পড়ার মতো মূল্য এতে আছে। যদি কারও চিন্তাকে সামান্য নাড়া দিতে পারে, কৌতূহল জাগাতে পারে, কিংবা মানসিক তৃপ্তি ও বোধের আনন্দ দিতে পারে তাতেই এই লেখার সার্থকতা। এটি সেই ধারাবাহিক ভাবনার প্রথম অংশ। Mahin Meherab Aunik Advocate Supreme Court of Bangladesh (HCD)