আড়াই লক্ষ হাফেজ কে পিছনে ফেলে তৃতীয় হাফেজ ত্বকী ওসমান।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশএর ৩০ তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়, আড়াই লক্ষ হাফেজদের পিছনে ফেলে, সমগ্র বাংলাদেশের মধ্যে ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে। মহিপুর থানার স্বনামধন্য প্রতিষ্ঠান মারকাজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, মহিপুর, কুয়াকাটার মেধাবী ছাত্র, হাফেজ মোহাম্মদ ত্বকী ওসমান (১৪)
রবিবার (১৪ই ডিসেম্বার) ঢাকায় 'হুফফাজ কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ পাড়া গ্রুপ এ ৩য় স্থান অর্জন করেন মোহাম্মদ ত্বকী ওসমান।
ত্বকী ওসমান মহিপুর থানাধীন চর চাপলি ইউনিয়নের ক্বারি হোসেল জমাদ্দার এর ছেলে। এবং ত্বকী ওসমান এর নানা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর পটুয়াখালী জেলার (সাবেক সভাপতি জনাব হাফেজ আঃ রহিম সাহেব) সহ তার ৫ জন মামা আন্তর্জাতিক হাফেজ।যা আমাদের পটুয়াখালী জেলার গর্ব।
এ তথ্য নিশ্চিত করেছেন তার মামা হাফেজ হাবিবুল্লাহ।
মাদরাসার পরিচাল এবং প্রধান শিক্ষক (জনাব হাফেজ শামীম) বলেন ত্বকী খুবই মেধাবী শিক্ষার্থী। এছারাও তিনি পটুয়াখালী জেলায় ২য় স্থান, এবং বরিসাল বিভাগে ২য় স্থান অর্জন করেন।