কলাপাড়ায় আলোচিত রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামির বিচারের দাবিতে মানববন্ধন

Aug 21, 2024 - 16:40
 0  102
কলাপাড়ায় আলোচিত রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামির বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রহমান গাজী, নাসির গাজী ও মিরাজ গাজীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের ডঙ্কুপাড়া বটতলা এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রুবেলের পিতা জাহাঙ্গীর হাওলাদার, ভুক্তভোগী রফেজ মুসুল্লি, মোটরসাইকেল চালক শাহিন পাহলান ও নূর বাহাদুর শিকদারসহ স্থানীয়রা।

এসময় বক্তারা বলেন, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার নামে এক মোটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এছাড়া শাহিন নামের আরেক মোটরসাইকেল চালককে ছুড়িকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। সন্ত্রাসী মিরাজ গাজীর পিতা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফেজ মুসুল্লি নামে এক বৃদ্ধকে কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। পরে উন্নত চিকিৎসায় তিনি প্রাণে বেঁচে যান। তাদের হামলায় মৃত্যু শয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধা মহিলা।

বক্তারা জানান, অনেক মানুষ ‘গাজী গ্রুপ’ নামে পরিচিত এই সন্ত্রাসীদের দ্বারা হামলাসহ মিথ্যা মামলার শিকার হয়েছেন। এমনকি তাদের ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। তাদের অত্যাচারে অতিষ্ট ছিলো এলাকাবাসী।

বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ফুঁসে উঠেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow