বরগুনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

২০ অক্টোবর, ২০২৩ - সকাল ৫:৪৩
 0  1.2k

বরগুনা-২ সংসদীয় আসনে মনোনয়ন পেতে মাঠে প্রচারণা চালাচ্ছেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি । আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য সাংবাদিকদের মাধ্যমে সকল ভোটারদের অনুরোধ জানান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আমিন সোহেল, সাংবাদিক, মির্জা শহিদুল ইসলাম খালেদ,শফিকুল ইসলাম খোকন, জাকির হোসেন খান,মাহবুবুর রহমান,মাহমুদুর রহমান রনি, কাজী রাকিব, সুজা গাজী প্রমুখ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট জাবির হোসেন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস অবতারণ কেন্দ্র পাথরঘাটা মৎস বন্দরকে আধুনিকায়ন ও ইলিশ গবেষণা ইনস্টিটিউট স্থাপনের চেষ্টা অব্যহত রাখব।বরগুনা -২ আসনের বেতাগী বামনার জেগে ওঠা চরগুলো সৌন্দর্য বর্ধন করে পর্যটন গড়ে তুলবো, পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাঝের চর,হরিণঘাটা নীলিমা পয়েন্ট, টুলু পয়েন্ট,রুহিতা আদুরি সিবীচ,বলেশ্বরের বিহঙ্গ দীপসহ বহু দর্শনীয় স্থানগুলোকে সুসজ্জিত করে পর্যটন হিসেবে গড়ে তুলবো। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো।পায়রা ও বিষখালী নদীতে ব্রীজ এবং অত্র অঞ্চলের পুল, কালভার্ট স্থাপন করার ব্যাপারে সচেষ্ট থাকবো