আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ : বিজিবি মহাপরিচালক

Nov 20, 2023 - 18:18
 0  124
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ : বিজিবি মহাপরিচালক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সোমবার (২০ নভেম্বর) কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।

সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন করতে হবে।

এদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি মহাপরিচালক আজ রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপি পরিদর্শন করেন। এ দিন তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

 ওই সময় তিনি সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকা পরিদর্শনের সময় মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow