বরগুনায় টাফি চাপায় চালক নিহত

২০ ডিসেম্বর, ২০২৩ - সকাল ৭:৪৪
 0  703
বরগুনায় টাফি চাপায় চালক নিহত

বরগুনায় টাফি (মাহেন্দ্র) গাড়ির চাপা পড়ে চালক ইফাত (২০) হাওলাদার নিহত হয়েছেন। 

মঙ্গবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সদরের ঢলুয়া ইনিয়নের গুলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফাত একই ইউনিয়নের আমতলী গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে বাইনচটকী এলাকা থেকে ইটের খোয়া বোঝাই একটি টাফি গাড়ি বরগুনা শহরে আসার পথে গুলবুনিয়া এলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধানখেতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস চালক ইফাতকে উদ্ধার করে হাসপালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দুর্ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।