রাতের আধারে আগুন; পরিমলের দোকান পুড়ে ছাই

Jan 11, 2024 - 11:32
 0
রাতের আধারে আগুন; পরিমলের দোকান পুড়ে ছাই

বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতা ইউনিয়নের কাঁকুড়গাছিয়া গ্রামের পরিমল রায়ের ঔষধ এর ফার্মেসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

৯ জানুয়ারী দিবাগত রাত অনুমান ১২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।  প্রতিদিনের মতো বেচা-কেনা করে দোকান বন্ধ করে বাড়িতে যান পরিমল রায়। এরপরে গভীর রাতে মানুষের চিৎকার শুনে গিয়ে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

পরিমল রায় বলেন, দীর্ঘ ১০ বছর যাবত আমি এই দোকানে ঔষধের ব্যবসা করে আসছি, কয়েক মাস আগে আমি দোকান পরিবর্তন করে এই স্থানে দোকান নিয়েছি, নতুন জায়গায় দোকান নেওয়ায় আমি প্রায় ১০/১২ লাখ টাকার ঔষধ উঠিয়েছিলাম কিন্তু কে বা কারা রাতের আধারে আমার দোকানে আগুন দিয়েছে আমি জানিনা। আমি প্রশাসনের কাছে দাবি জানাই যাতে সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার করা হয়।

এলাকাবাসী বলেন, আমরা মানুষের ডাক চিৎকার শুনে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলে কিন্তু তখন আগুন নেবানোর সাধ্য ছিলো না, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিলো কিন্তু আমাদের রাস্তার যে অবস্থা তাতে গাড়ি আসতে আসতে আমরা গ্রাম সহ পুড়ে গেলেও এসে নেবাতে পারবে না।

বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি বরগুনা জেলার সভাপতি সুখরঞ্জন শীল বলেন, আমি কালকে রাতেই এ ঘটনার কথা শুনেছি এটা আসলে একটি দুঃখজনক ঘটনা। যেহেতু রাতের ঘটনা তাই আমরা কাউকে দোষারোপ করছি না। তবে প্রশাসনের কাছে দাবি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow