জমি নিয়ে দ্বন্দ্বে পায়ের নক তুলে ফেলে গুরুতর জখম করে

কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন মিশ্রিপাড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে মেহেদী হাসান আরিফ (২৪) নামের একজনকে লোহার প্লাস দ্বারা ডান পায়ের পদাআঙ্গুলের নক জোরপূর্বক তুলিয়া রক্তাক্ত করে গুরুতর আহত করা হয় ।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১.৩০ ঘটিকায়, কলাপাড়া উপজেলার ৭নং লতাচাপলি ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি চিকিৎসা শেষে থানায় মামলা এজাহার করেন। হতাহত ব্যক্তিদের বাড়ি মিশ্রিপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মেহেদী হাসান আরিফের মায়ের কবলাকৃত জমি নিয়ে বিরোধ বিদ্যমান। এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় ও স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মাঝেমধ্যে জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুর ১.৩০ টার দিকে রহিম মুসুল্লি ও রাকিব মুসুল্লির পক্ষের ১০-১৫ জন লাঠিসোঁটা নিয়ে মেহেদী হাসান আরিফ কে চায়ের দোকান থেকে তুলে নিয়ে অন্য কোন বাড়ি নিয়ে যায়। এতে প্রত্যক্ষদর্শী লাঠিসোঁটা হাতে দেখে ভয়ে তারা পাশে চলে যান পরবর্তীতে আহত মেহেদীর বাবা মামলার ২নং সাক্ষী ৯৯৯ ফোন দিয়ে সহযোগীতা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তখন বিবাদীরা ঘটনাস্থল হইতে পালাইয়া যায় এবং হত্যার হুমকি দিয়ে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা দায়ের হলে তদন্ত করে দোষীদের দোষ সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।