সেচ্ছাসেবকদের তালিকা গঠনে আমতলীতে কর্মশালা

Jan 30, 2024 - 20:30
 0  34
সেচ্ছাসেবকদের তালিকা গঠনে আমতলীতে কর্মশালা

দ্রুত মানবিক সহায়তা প্রদানের জন্য বরগুনায় সেচ্ছাসেবীদের তালিকা গঠনের লক্ষ্যে আমতলীতে স্টেক হোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম। 

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে বরগুনায় সেচ্ছাসেবকদের তালিকা গঠনের (ভলান্টিয়ার পোল) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ লক্ষ্যে আমতলী উপজেলায় আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ ৪০ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। 

এসময় আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল ওহাব আকন, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, উদীচী শিল্পী গোষ্ঠীর নাসরিন শিপু, জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মশালা থেকে জানানো হয়, সেচ্ছাসেবীদের তালিকা গঠনে প্রতিটি উপজেলা ও ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে এবং সেচ্ছাসেবীদের তালিকা উন্মুক্ত করা হবে। যারা ভবিষ্যতে যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে কাজ করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম জাগো নারীর ভূয়সী প্রশংসা সহ ভলান্টিয়ার পুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আস্বস্ত করেছেন। তিনি বলেন, ছাত্রজীবনে আমিও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছি। এটি একটি মহৎ উদ্যোগ। ভলান্টিয়ার পুলের মাধ্যমে আমাদের আমতলী উপজেলার সেচ্ছাসেবী কাজকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করব। 

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, বিগত দিনেও জাগোনারী সকলের মতামত ও সচ্ছতার সাথে সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভলান্টিয়ার পুলের এই প্রকল্পও সকলের মতামত ও সচ্ছতার মাধ্যমে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে জাগোনারীর পক্ষ থেকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow