আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১

Apr 16, 2024 - 18:43
 0
আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১

ঠিকাদারি কাজের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নাটোর পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের চাপাতির আঘাতে নিহতের নাম শিহাব হোসেন শিশির (৩০)। তিনি স্থানীয় মল্লিকঘাঁটি মহল্লার মোজাহার আলী মোল্লার ছেলে। এ সময় হাসু মিয়া (৪০) নামের এক যুবলীগ নেতাও আহত হয়েছেন।

এই ঘটনায় যুবলীগ নেতা হাসু এবং পৌর কাউন্সিলর রোকনুজ্জামান হিরোকে আটক করেছে পুলিশ।পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুরে পৌরসভার ভেতরে হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল এবং হাসপাতালে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ঠিকাদারি টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল যুবলীগ নেতা হাসু এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর মধ্যে। এই বিরোধ মীমাংসা করতে তাদের নিয়ে বসেছিলেন পৌর মেয়র এবং কাউন্সিলররা। পরে মীমাংসার সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর রোকনুজ্জামান হিরো সেই স্থান ত্যাগ করেন।

পুলিশ সুপার আরও জানান, একপর্যায়ে পৌরসভার আঙিনায় হাসুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হিরো। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিশির গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশিরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত যুবলীগ নেতাকেও পুলিশ আটক করে চিকিৎসাধীন রেখেছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow