ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ

May 20, 2024 - 00:10
 0  87
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ

আজ রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ তাঁদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন। দুর্ঘটনাস্থলটি পার্বত্য ও বনজঙ্গল পরিবেষ্টিত হওয়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।

আরো খবর: হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হলেও ঘন কুয়াশার কারণে সেটি পৌঁছাতে পারেনি। এছাড়া, পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন, এখনও প্রেসিডেন্টের হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করা যায়নি।

উদ্ধারকাজে ৪০টি দল অংশ নিয়েছে, তবে বৃষ্টি ও কুয়াশার কারণে তেমন অগ্রগতি হয়নি। আল–জাজিরার সাংবাদিক আলী হাশেম জানান, উদ্ধারকারীদের সঙ্গে আটটি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মনে করেন, দুর্ঘটনাটি হয়তো খুবই মারাত্মক হয়েছে বা সেখানে যোগাযোগের নেটওয়ার্ক নেই বলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর আজ হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে।

আরো খবর: রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow