উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

২২ মে, ২০২৪ - সকাল ৫:০৬
 0  942
উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
সংবাদ সম্মেলনে | ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেছেন, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক) জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। মঙ্গলবার (২১ মে) বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শাহজালাল মিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, "উপজেলার ১৩৯টি কেন্দ্রে আমার এজেন্ট নিয়োগ করেছিলাম। কিন্তু সোমবার রাতে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। সকালে প্রায় প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়নে আমার এজেন্টদের যেতে দেওয়া হয়নি। এছাড়া খাগকান্দা ইউনিয়নের ১৫ নম্বর ডোমার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচানি মাদরাসা কেন্দ্রের এজেন্টকে তুলে নিয়ে মারধর করা হয়েছে এবং বেঁধে রাখা হয়েছে। বেলা ১২টার পর থেকে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। যেসব কেন্দ্রে আমার এজেন্ট ছিল সেখানে ভোট বেশি পড়েছে, আর যেখানে ছিল না সেখানে কম পড়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ প্রভাব বিস্তার করে সিল মেরেছেন।

এদিকে, আড়াইহাজার উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। প্রথমে ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়।

উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)।