ডিসি অফিসের সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

May 30, 2024 - 15:31
 0  100
ডিসি অফিসের সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বরগুনা ডিসি অফিসের সাবেক নাজির বর্তমান ট্রেজারী শাখার ট্রেজারার মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন দুদক। বুধবার বরগুনা জেলা জজ আদালতের দুর্নীতি দমন বিশেষ ট্রাইব্যালে মামলাটি দায়ের করেন দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক রাসেল রনি।

মামলা নম্বর দুদক সজেকা পটুয়াখালী (বরগুনা), তদন্ত নং-০১৩, ০-০৫-২০২৪ খ্রি

মামলার বিবরণে অভিযোগ করা হয়, সাবেক নাজির দুই কোটিরও বেশি টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অগ্রহণযোগ্যভাবে আয় করেছেন যা দুদকের তদন্তে দেখা গেছে। এ ছাড়াও তার স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ টাকার সম্পদের খোজ পাওয়া যায়।

তিনি এবং তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদগুলো অবৈধ ও অগ্রহণযোগ্যভাবে উপার্জন করেছেন এবং তার স্ত্রী খাদিজা আক্তার তাকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন।

এ ছাড়াও দুদকের নোটিশের জবাবে তিনি ৪১ লাখ ৬৭ টাকার তার সকল সম্পদের হিসেব দিয়েছেন সেটা তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমানিত হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক নাজির মাসুদ করিমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow