লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Aug 16, 2024 - 18:40
 0
লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে লতাচাপলী ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লতাচাপলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করেও সহস্রাধিক নেতাকর্মীর এতে অংশ নেন।

মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির'র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি'র সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় মো জুয়েল মুসুল্লী প্রমূখ। 

এছাড়া লতাচাপলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মাওলানা আবু হানিফ। সভা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow