নড়াইলে জামায়াতের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

Aug 31, 2024 - 18:01
 0
নড়াইলে জামায়াতের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

"আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে নিজেই দেশ ছেড়ে পালিয়েছে ওয়ার্ড সম্মেলনে"- অধ্যাপক মাহফুজুর রহমান

নড়াইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১আগষ্ট) জেলা শিল্পকলা অডিটারিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা শাখার আয়োজনে এ সম্মেলন প্রধান অতিথি ছিলেন কেদ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু'র সভাপতিত্বে  ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সম্মেলনে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন  সাবেক নড়াইল জেলা আমীর মাওলানা মীর্জা আশেক এলাহী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেনসহ অনেকে। 

প্রধান অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে নিজেই দেশ ছেড়ে পালিয়েছে।জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছর নির্যাতন নিপিড়ন হামলা মামলা খুনের শিকার হয়েও কিন্তু দেশ ছেড়ে পালায়নি।আওয়ামী লীগ হিন্দুদের উপর ভর, আনসারদের উপর ভর করেও শেষ পর্যন্ত কোন ফল পায়নি।

এ সময় বক্তারা বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চায়। তারা যেন  ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচন পরিচালনা করে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। কেউ যেন জামায়াতে ইসলামির নাম ভাঙ্গিয়ে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

জামায়াত নেতা মাষ্টার জাকির হোসাইন, মো: আইয়ুব হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত উল হক হিমু,আব্দুস সামাদ, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ খিয়াম উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি  ও সেক্রেটারীসহ এ সময় উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow