নড়াইলে যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে নড়াইলে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বেলা ৩টায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নড়াইল জেলা শাখার আয়োজনে পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।
এ সময় নিরাপদ সড়ক আন্দোলন নড়াইলের সভাপতি লামিয়া সুলতানা, সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এইচ এম মনিরুজ্জামানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিছিলে বক্তারা, ৯ দফা দাবির মাধ্যমে দেশব্যাপী যৌন নিপীড়ন ও সংগঠিত ধর্ষণের তীব্র নিন্দা জানান এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।