নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযোদ্ধা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

২৬ মার্চ, ২০২৫ - রাত ১:০১
 0  645
নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযোদ্ধা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ শে মার্চ সকাল ১০ টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান  মাহমুদ রাসেল।  অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী। 
এ সময় আরো উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তবিবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।