পুলিশে চাকরি দেওয়া নামে অর্থ  আত্মসাৎ  অভিযোগে যুবদল নেতা গ্রেফতার  

২৪ এপ্রিল, ২০২৫ - সকাল ৯:৩৪
 0  1.1k
পুলিশে চাকরি দেওয়া নামে অর্থ  আত্মসাৎ  অভিযোগে যুবদল নেতা গ্রেফতার  

বরগুনার বেতাগীতে  পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে  এক তরুণের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক  মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।


বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম। মশিউর জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের সৎ ভাই এবং এম হুমায়ুন কবীর বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিলের বৈমাতো ভাই।  


বৃহস্পতিবার মশিউরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেতাগী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।


পুলিশ  সূত্রে জানা গেছে, পুলিশের চাকরি দেওয়ার কথা বলে  উপজেলার রানীপুর এলাকার রনি মৃধার মা লুৎফা বেগমের সঙ্গে মৌখিকভাবে ৭ লাখ টাকার চুক্তি করেন মশিউর। চুক্তি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং মশিউর যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে ভুক্তভোগী পরিবারটি  বিষয়টি বরগুনা পুলিশ সুপারকে  অবহিত করেন। 


অন্যদিকে চুক্তিকালীন  কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।