নড়াইলে ছাত্রশিবিরের ব্যতিক্রম উদ্যোগে " ৩০০+ GPA-5 প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা"

নড়াইল জেলা শিবিরের পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় GPA-5 অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব বিভাগের ডিন প্রফেসর আবু সিনহা আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা শিবির সভাপতি আতাউর রহমান বাচ্চু। এছাড়া শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা শিবির সভাপতি এস এম সালাউদ্দিন এবং সঞ্চালনা করেন ইসলামি ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোহাম্মদ তাজ মাহমুদ।
অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অথিতিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে ছিল সাফল্যের উচ্ছ্বাস, প্রেরণাদায়ক বক্তব্য এবং শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।