বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Aug 24, 2023 - 14:25
 0  93
বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কমিটির সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবদুস সালাম, জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন ফজলুল হক, বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়াম্যান মনিরুল ইসলাম, মুক্তযোদ্ধা আব্দৃল মোতালেব মৃধা বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাসানুর রহমান জন্টু, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, হাসপাতালের তত্বাবধায়ক,  প্রধান সহকারী মো. শহিদুল ইসলাম  প্রমুখ। 


সভায় বরগুনা প্রেসক্লাব ও বরগুনাবাসীর পক্ষে  উপস্থাপিত সুনিদৃষ্ট ১৬ টি লিখিত প্রস্তা্ব উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে  জনবল সংকট নিরসন, মন্ত্রনালয় থেকে আউটসোর্সিয়ের মাধ্যমে ঠিকাদার কতৃক ১০০ জন ৪ র্থ শ্রেনীর পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, নতুন ভবনের লিফটে বিদ্যুত সংযোগ প্রদান, ডিজিটাল এক্সরে মেশিনে বিদ্যুত সংযোগ, চতূর্থ ও পঞ্চম তলায় বেড ও আশবাবপত্র ক্রয়, আলট্রসনোগ্রাফি ২ টা মেশিন নষ্ট তার মেরামত, সার্জারী, মেডিসিন , কার্ডারিওজি বিশেষজ্ঞ চিকিৎসক ,জরুরী বিভাগের যন্ত্রবাতি জীবানুমুক্ত করার এষ্টানোইজেশন মেশিন ক্রয়, ইসিজি মেশিন ৩ টা ২৪ ঘন্টা চালু করা, ডেঙ্গুর সিভিসি টেস্টের রিএজেল নাই, -আইসিইউ এ্যাম্বুলেন্স চালু করা, টয়লেট পরিস্কার পরিচ্ছন্ন করা, রোগিদের প্রয়োজনীয় ওষুদ প্রদানে অবহেলা, বাহিরে ওষুধ বিক্রির অভিযোগ খতিয়ে দেখা, হাসপাতালে মধ্যে অথবা পাশে ২৪ ঘন্টা ওষুধোর দোকান খোলা রাখা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow