নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯ আগস্ট, ২০২৫ - দুপুর ২:০৭
 0  3k
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
“নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিতে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।”

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরাস্তায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার আলী মণ্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী শেষে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এতে নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।