আপাতত খেলা চালিয়ে যেতে চাই : মেসি ।

চিলির কাছে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে হারায় ২০১৬ সালে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন প্রেসিডেন্ট ও সমর্থকদের চাওয়ায় আবারও জাতীয় দলে ফিরে আসেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ফিরেই আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন এই ফুটবল মহাতারকা।
জাতীয় দলের হয়ে টানা দুটি মেজর শিরোপা জয়ের পরে আবারও মেসির অবসরের প্রসঙ্গ নিয়ে চিন্তায় সমর্থকরা। তবে অবসরের সিদ্ধান্ত বাইরে রেখে বর্তমানে খেলা চালিয়ে যেতে চান কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। সম্প্রতি এমনটায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইএল ফুটবলেরো।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বহুল প্রত্যাশিত সোনালি ট্রফি জিতেছেন মেসি। তবে শিরোপা জেতা এই ফুটবল তারকা পিএসজিতে চরম অস্বস্তিতে ছিলেন। আর তাতেই মৌসুম শেষে প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি এলএমটেন। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ডেভিড বেকহামের মালিকাধীন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।
এমএলএস লিগের ক্লাবটিতে যোগ দিয়েই দারুণ ফুটবল উপহার দিয়েই চলছেন মেসি। প্রথমবারের মতো মায়ামিকে লীগস কাপের ট্রফি উপহার দেন বিশ্বকাপজয়ী তারকা। টানা ৯ ম্যাচে ১১ গোল করে মার্কিন ফুটবল অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছেন মেসি ।অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইএল ফুটবলেরো লিওনেল মেসির সাক্ষাৎকার প্রকাশ করেছে। যেখানে মেসি বলেছেন, ‘আমি এখন শারীরিকভাবে বেশ ভালো বোধ করছি। আপাতত খেলা চালিয়ে যেতে চাই। দলকে সাহায্য করতে পারছি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।
ইন্টার মায়ামিকে নিয়েও কথা বলেন মেসি। তিনি বলেন, ‘এমএলএস লিগে আমাদের কেমন অবস্থান, তার ভালো পরীক্ষা দিয়েছি আমরা। তা ছাড়া বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ খেলেছি আমরা। তাদের বিরুদ্ধে আমরা কি কি করতে পারি সেটিই দেখতে চেয়েছিলাম। প্রতিনিয়ত মায়ামি ভালো করছে। তবে আমাদের লক্ষ্য সেরা আটে টিকে থাকা। ম্যাচ বাই ম্যাচ জয় আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে। জয়ের এই ধারাটা ধরে রাখতে চাই।
সবশেষ মেজর লিগের ম্যাচে লিওনেল মেসির বাঁ পায়ের ঝলক দেখতে লস এঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে বসেছিল তারার মেলা। সেখানে উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারি, হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেরার্ড বাটলার, জনপ্রিয় সংগীত শিল্পী সেলেনা গোমেজ, লেব্রন জেমসরা।