নড়াইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

২৬ আগস্ট, ২০২৫ - রাত ১১:৫৮
 0  651
নড়াইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে ৭ দফা স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। এরই প্রেক্ষিতে বাস্তবায়নের জন্য উত্থাপন করা হয়েছে ৭ দফা দাবি। এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান ভূইয়া, আইডিইবি নড়াইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক রমিচ উর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সালাম।