আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে নড়াইলে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নড়াইলে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, জামায়াত নেতা হেমায়েতুল হক হিমু, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি কল্যাণ মুখার্জি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিলন ঘোস এবং পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারি ঘোষ অন্ন।
সভায় জানানো হয়, এবার জেলায় মোট ৫২৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৩৯টি, লোহাগড়া উপজেলায় ১৪৪টি, কালিয়া উপজেলায় ৮৬টি এবং নড়াগাতি থানায় ৫৫টি মণ্ডপ রয়েছে। বক্তারা বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।