নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর, ২০২৫ - সকাল ১১:৩৭
 0  2.5k
নড়াইলে অটিস্টিক  শিশুদের ক্রীড়া  আনন্দ উৎসব ২০২৫  অনুষ্ঠিত

আমাদের সমাজে পিছিয়ে পড়া একদল মানুষ যারা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ‍্যোগে জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্ষিক কর্মসূচি ২০২৫ - ২০২৬ এর আওতায় শনিবার ( ২০ সেপ্টেম্বর ) বেলা ১০ ঘটিকায় নড়াইল জেলা শিশু শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

সম্পর্ণ আয়োজনটি ছিল অটিস্টিক শিশুদেরকে ঘিরে। তারা বিভিন্ন রকম খেলাধুলায় করে এবং আনন্দ করে পুরোটা সময়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) উপ সচিব লিংকন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এম. মাহাবুবুর রশীদ লাভলু, সেক্রেটারি নড়াইল প্রেসক্লাব নড়াইল, মোঃ আব্দুল রাকিবিল বারী, মোঃ রোস্তম আলী, মোঃ মুনজুরুল রহমান পান্নু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান।

এই ক্রীড়া আনন্দ উৎসবে ৬০ জনের অধিক অটিস্টিক শিশুরা বিভিন্ন খেলায় মেতে ওঠে। যেমন - ঝুড়িতে বল নিক্ষেপ, ব‍্যাঙ লাফ, বুড়ি চি সহ আরো অনেক খেলা। উৎসবের শেষ পর্যায় প্রতিটি অটিস্টিক শিশুকে জার্সি এবং পুরষ্কার প্রদান করা হয়।