আচরণবিধি লঙ্ঘন; বরগুনায় নৌকার প্রার্থীসহ দলীয় ৯ নেতাকে শোকজ

Dec 13, 2023 - 01:06
 0
আচরণবিধি লঙ্ঘন; বরগুনায় নৌকার প্রার্থীসহ দলীয় ৯ নেতাকে শোকজ
বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও আ'লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু: ফাইল ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ নয় আওয়ামী লীগ নেতাকে শোকজ করা হয়েছে। সোমবার তাদের শোকজ করে চিঠি ইস্যু করেন বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ।

যাদের শোকজ করা হয়েছে তারা হলেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, তালতলী কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল বারেক মাঝি, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবিউল কবির জমাদ্দার, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কাদের, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম হাসান, তালতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা। আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত বক্তব্য নির্বাচন অনুসন্ধানী কমিটির কাছে প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

শোকজে উল্লেখ করা হয়, গত ৯ই ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তালতলী উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন কলবাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণামূলক একটি জনসভা করে নির্বাচনে জয় লাভের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচনী আচরণবিধিমালা-২০০৮ ভঙ্গ করেন মর্মে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর পক্ষে এডভোকেট হুমায়ুন কবির নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগে বলা হয় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন- ১৮ তারিখের পর খেলা শুরু হবে। চিরুনি অভিযান চালাবো, যে চিরুনি অভিযানের মধ্য দিয়ে ওরা কোনো এজেন্ট খুঁজে পাবে না, ভোট তো, দূরের কথা। একই সভায় তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারেক মাঝির বক্তব্যে ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে স্বতন্ত্র প্রার্থীদের ঠ্যাঙ ভেঙে দেওয়া হবে’- বলে মন্তব্য করেন। 

শোকজের চিঠি গ্রহণ করেছেন আইনজীবী মজিবুল হক কিসলু। নোটিশের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সবার পক্ষে আমি শোকজের চিঠি গ্রহণ করেছি এবং যথাসময়ে চিঠি পৌঁছে দেবো। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow