৮ বাসে লোক নিয়ে এমপির কাছে শ্রমিকনেতা, ক্ষমা চেয়ে রক্ষা

Dec 15, 2023 - 15:02
 0  40
৮ বাসে লোক নিয়ে এমপির কাছে শ্রমিকনেতা, ক্ষমা চেয়ে রক্ষা

দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে সহস্র নেতা কর্মীকে নিয়ে সাক্ষাৎ করেছেন থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম খোকন। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলী উপজেলা থেকে ৭ থেকে ৮টি যাত্রীবাহী বাস নিয়ে এমপি শম্ভুর সঙ্গে দেখা করতে আসেন তিনি। এ সময় নির্বাচন আচরণ বিধিমালার তিনটি ধারা লঙ্ঘন হয়। এ ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরের উপর দিয়ে ৭ থেকে ৮টি বাস নিয়ে এমপির বাসভবন উপজেলা পরিষদ এলাকার দিকে যাওয়ার সময় যানজট সৃষ্টি হয়। যা নির্বাচনি আচরণ বিধিমালার আট ধারার লঙ্ঘন। এরপর সেখানে গিয়ে গাড়িগুলো সদর উপজেলা পরিষদ এলাকায় পার্কিং করে নেতাকর্মীদের নিয়ে এমপির বাসভবনে যান। যা আচরণ বিধিমালার চার ধারার লঙ্ঘন। সেখানে নেতাকর্মীরা অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত জনসভায় অংশ নিয়ে এমপির উপস্থিতিতে নৌকার সমর্থনে স্লোগান দেন। একই সময় বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা মনিরুজ্জামান জামালও সেখানে বক্তব্য দেন। এরপরই বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী। প্রতীক বরাদ্দের আগে যা আচরণ বিধিমালার ছয় ধারার লঙ্ঘন।

এ বিষয়ে থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম খোকন বলেন, আচরণ বিধিমালার বিষয়টি আমি অবগত ছিলাম না। আমি ওমরাহ করে দাদার (আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) সঙ্গে দেখা করতে আসছি। আমি শ্রমিক নেতা, আমার সংগঠনের শ্রমিকরাও আমার সঙ্গে দাদার কাছে আসতে চাইলে ৫-৬টি বাসে এক হাজারের ওপরে লোক নিয়ে আসছিলাম। 

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিঞা জানান, উপজেলা পরিষদের মধ্যে গাড়ি পার্কিংয়ের বিষয়টি নজরে এলে সেখানে প্রথমে সহকারী কমিশনার ভূমি চন্দন কর উপস্থিত হয়ে তাদের গাড়িগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। পরে সেখানে তিনি নিজেই উপস্থিত হয়ে আগত নেতাকর্মীদের উদ্দেশে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে জানান।

এ বিষয় তিনি বলেন, আমতলী উপজেলা থেকে জহিরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তি ৭-৮টি বাসে করে অনেক লোকজন নিয়ে এমপির সঙ্গে দেখা করতে আসেন। নির্বাচনের পূর্ব মুহূর্তে যেহেতু আচরণবিধির বিষয় থাকে তাই আমরা বিষয়টি খতিয়ে দেখি। তিনি বিধিমালার তিনটি ধারা লঙ্ঘন করেছেন। বিষয়টি তাকে জানালে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় প্রথমবারের মতো তাকে ক্ষমা করা হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow