নৌকার মঞ্চে উঠেও শেষ রক্ষা হল না বিএনপি নেতা

Dec 25, 2023 - 18:16
 0  35
নৌকার মঞ্চে উঠেও শেষ রক্ষা হল না বিএনপি নেতা

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মতিউর রহমান রাজা নাশকতার মামলায় পলাতক থাকা অবস্থায় নৌকার মঞ্চে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন। রাতে বক্তব্য দেয়ার পরদিন বিকেলই আটকা পড়লেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের জালে।

মামলার হাত থেকে বাঁচতে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মঞ্চে বক্তব্য দিয়েছিলেন বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার গ্রাম থেকে মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়।

রাজার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলম। এর আগে রোববার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। বক্তব্যে, বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া হবে, নয়ত চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যাহতি নেবেন; এমন অঙ্গীকারও করেন তিনি।

মতিউর রহমান রাজা গত ইউপি নির্বাচনে সদরের বদরখালী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।


রাজা জেলা বিএনপির (হালিম-নজরুল কমিটির) সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন মতিউর রহমান রাজা। জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বরগুনা সদর থানা সূত্রে পাওয়া তথ্যমতে, চলতি বছরের নভেম্বর মাসে সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় মামলা করে। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়। 

মামলার বাদী বরগুনার সদর থানার এসআই মো. আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন। আবু হানিফ জানান, বরগুনা সদর থানার এসআই নুরুজ্জামান মামলাটি তদন্ত করছেন।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মতিউর রহমান রাজা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় অবস্থান করছেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow