নড়াইলে নিখোঁজের ১০ ঘন্টা পর চিত্রা নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

May 12, 2024 - 08:34
 0  70
নড়াইলে নিখোঁজের ১০ ঘন্টা পর চিত্রা নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে রায়হান শিকদার (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১১মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধোন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে একটি ডুবুরি দল নদী থেকে রায়হানকে উদ্ধার করে। নিখোঁজ রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসায় কওমি বিভাগে পড়াশোনা করত।

নিখোঁজের মামা মামুন ও স্থানীয়রা জানান, শনিবার ১১ মে দুপুরের দিকে মাদ্রাসা থেকে  মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে একটি মাঠে স্থানীয়দের  সাথে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সাথে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানত না। সে একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ করে তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নাই। এরপর অনেক খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। 
এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি ইউনিট। তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। রাত ১১টা দিকে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত সাড়ে ১২ টার দিকে রায়হানকে উদ্ধার করা হয়। 


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow