কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

Sep 22, 2024 - 15:12
 0  42
কলাপাড়ায় নবজাতককে  রেখে পালিয়ে গেলেন মা

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা।

শনিবার রাত আটটার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. লেলিন বলেন, মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। প্রয়োজনিও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। শারীরিক সুস্থতা আছে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow