নড়াইলে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
![নড়াইলে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ](https://www.asiansomoy.com/uploads/images/202409/image_870x_66f4e339008e6.webp)
নড়াইলের কালিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ উসমানী বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে তদন্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সবিচালয় ঢাকা বরারব একটি লিখিত অভিযোগ দিয়েছেন কালিয়া উপজেলার মোঃ জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি।
অভিযোগের কপি সূত্রে জানা গেছে, সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ উসমানী দীর্ঘদিন যাবৎ নড়াইলের কালিয়া উপজেলাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত রয়েছেন। সেই সুবাদে কালিয়া ০১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির যোগ সাজসে একটি টিউবওয়েল সরকারী ফি দশ হাজার টাকা বা সাত হাজার টাকা গভীর গুলি এবং অগভীর গুলো তিন হাজার টাকা। কিন্তু তিনি বিগত দিনে অন্য দলের বিএনপি অথবা জামায়াত এর লোক জানতে পারলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। তাছাড়া তিনি স্যানিটেশনের তার, খোয়াগুলি ও পুরাতন টিউবওয়েলের মাথাগুলো যা সরকারি মালামাল বিক্রয় করে সরকারি টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে জবাবদিহি করতে বললে সাবেক স্থানীয় এমপি ভয় প্রদর্শন করে। ঐ প্রকৌশলী একজন চরিত্রহীন। চুয়াডাঙ্গা এস.এ.ই থাকা অবস্থায় অনৈতিক ভাবে হাতেনাতে ধরা পড়ে। তার অধীনের প্রতিটি ক্ষেত্রে এত পরিমাণ দুর্নিতী ও ঘুষ বানিজ্য করেছে যে,জনগণের প্রাপ্য সেবার প্রতিটি পর্যায় অতিরিক্ত টাকা-ঘুষ নিয়েছেন। তিনি সরকারি চাকুরীরত অবস্থায় ঠিকাদারী ব্যবসায়ের সাথে জড়িত। যাহা সরকারি চাকুরী আইন বহির্ভূত। দুর্নিতী দমন কমিশনের মাধ্যমে তার নিজের এবং তার স্ত্রীর ব্যাংক এ্যাকাউন্ট তল্লাশি করলে এর সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগ কপিতে উল্লেখ করা হয়েছে ।
অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ উসমানী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,‘আমার বিরুদ্ধে যতসব অভিযোগ করছে সব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমি এরাকম কিছু করিনি। চুয়াডাঙ্গা এস.এ.ই থাকা অবস্থায় অনৈতিক ভাবে হাতেনাতে ধরা পড়ার বিষয় জানতে চাইলে তিনি আরও জানান,আমি কোন দিন চুয়াডাঙ্গায় ছিলাম না।
এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নড়াইলের নির্বাহী প্রকৌশলী এম.এম.আবু সালেহ্ জানান, ‘আমি কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।
What's Your Reaction?
![like](https://www.asiansomoy.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.asiansomoy.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.asiansomoy.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.asiansomoy.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.asiansomoy.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.asiansomoy.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.asiansomoy.com/assets/img/reactions/wow.png)