শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরগুনায় দোয়া ও কম্বল বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও কম্বল বিতরণের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কলেজ সংলগ্ন রোডের মোহাম্মাদীয়া মহব্বত রশীদ সিফাতিয়া জান্নাত মাদ্রাসার উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং মোহাম্মাদীয়া মহব্বত রশীদ সিফাতিয়া জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গৌরিচন্না ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ্ কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ফারুক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গৌরীচন্না কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী মল্লিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এ দেশকে মুক্ত করেছি, আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দিবেন।
What's Your Reaction?






