শাখা দায়িত্বশীল ও বিশিষ্টজনের সম্মানে নড়াইল শ্রমিক কল্যান ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

১৫ মার্চ, ২০২৫ - সকাল ৫:৩১
 0  381
শাখা দায়িত্বশীল ও বিশিষ্টজনের সম্মানে নড়াইল শ্রমিক কল্যান ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

নড়াইলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাযিত্বশীল ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকালে স্কুল অব সাইন্স নড়াইলের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলার শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর- কুষ্টিয়া অঞ্চলের (পরিবহন সেক্টর) অঞ্চল পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী, বিশেষ অতিথি জামায়াতের জেলা নাযেবে আমির মাস্টার জাকির হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাস্টার নবীর হোসাইন,  মাওলানা তানভিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি মো: সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
বক্তারা রোজার তাৎপর্য তুলে ধরেন এবং দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।