নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৮ জুলাই, ২০২৫ - দুপুর ১২:৪৭
 0  810
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে পিয়াস মোল্যা (২৮) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটক পিয়াস সদর থানাধীন কুড়িগ্রামের মৃত শরিফুল মোল্যার ছেলে বলে জানা গেছে। ডিবি পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই ২০২৫) ভোর সাড়ে পাঁচটার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া মোড়স্থ চয়ন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পিয়াস মোল্যা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ (ত্রিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, আটক পিয়াস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।