নড়াইলে শহিদ সালাউদ্দিন-রবিউল ফুটবল টুর্নামেন্ট শুরু

১৩ আগস্ট, ২০২৫ - রাত ৭:৪৮
 0  1.3k
নড়াইলে শহিদ সালাউদ্দিন-রবিউল ফুটবল টুর্নামেন্ট শুরু

সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের আয়োজনে জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী নড়াইলের দুই শহিদের নামে শহিদ সালাউদ্দিন-রবিউল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ১৬ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এসময় ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সদরের বল্লারটোপ কলেজের প্রভাষক সামিরা খানম।

এছাড়াও সংগঠনের সদস্য শাহারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নয়ন বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন আল মিরাজ জনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে শহিদ হন মো. সালাউদ্দিন ও ৫ আগস্ট রাজধানীতে উচ্ছৃঙ্খল জনতার হামলায় শহিদ হন রবিউল ইসলাম লিমন।

তাদের স্মরণে নড়াইল জেলার বিভিন্ন এলাকার ১৬ টি টিমের অংশগ্রহণে শুরু হয়েছে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টটি নক-আউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে ৪-২ গোলে মায়ের দোয়া একাদশকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফেদী ইয়াং স্টার একাদশ। টুর্নামেন্ট বিষয়ে ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, জুলাই শহিদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মুক্ত বাংলাদেশ।

শহিদদের আত্মত্যাগকে গৌরবান্বিত করতে তাদের নামে এমন আয়োজন। আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।