অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু! ক্লিনিক সিলগালা

১৪ আগস্ট, ২০২৫ - দুপুর ৩:৪২
 0  6.2k
অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু! ক্লিনিক সিলগালা
কালিয়ায় প্রসূতির মৃত্যুর ঘটনায় খাদিজা সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ

নড়াইলের কালিয়ায় খাদিজা সেবা ক্লিনিকের অপচিকিৎসায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ সিলগালা করেছে ক্লিনিকের অপারেশন থিয়েটার। এর আগেও একই ক্লিনিকে একাধিক মৃত্যুর অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

তদন্তে দেখা যায়—দায়িত্বরত ডাক্তার ও নার্স নেই, অপারেশন থিয়েটারের মান নিম্নমানের এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অস্ত্রোপচার হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শোয়াইব, সঙ্গে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. মো. সারোয়ার হোসেন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মইনুদ্দিন।

গতকাল (১৪ আগস্ট) বুধবার সকালে উপজেলার কলাবাড়িয়া পশ্চিমপাড়ার কামাল শেখের স্ত্রী লাবনী সিজারিয়ান অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি হন। জমজ সন্তানের জন্মের পর তার শারীরিক অবস্থা অবনতি হলে খুলনায় পাঠানোর পথে ইসলামী ব্যাংক হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

লাবনীর দেবর মো. আসলাম অভিযোগ করেন, এনেসথেসিয়া বিশেষজ্ঞ ছাড়াই অস্ত্রোপচার করায় তার ভাবীর মৃত্যু হয়েছে। নবজাতক দুটি অসুস্থ অবস্থায় খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বক্তব্য নিতে গেলে ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীন সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং হুমকি দেন। নড়াইলের সিভিল সার্জন ডা. আ. রশিদ জানান, প্রাথমিক তদন্তে অনিয়ম ধরা পড়ায় অপারেশন থিয়েটার সিলগালা হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও এই ক্লিনিকে একাধিক অপচিকিৎসাজনিত মৃত্যুর অভিযোগ রয়েছে।